২৩ সেপ্টেম্বর ২০২২ - ০৭:৫৭
আরবাঈনে হজরত আব্বাস (আ.)-এর মাজারে যায়েরদের ভীড় (সচিত্র)

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সফর মাসের ২০ তারিখ কারবালায় ৩ দিনের তৃষ্ণার্ত অবস্থায় শহীদ ইমাম হুসাইন (আ.) এবং তাঁর প্রাণপ্রিয় সাথীদের চেহলাম। শহীদগণের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে কারাবালায় উপস্থিত হয় আহলে বাইতের লাখো ভক্ত। বিগত বছরগুলোর মত চলতি বছরও উপস্থিতির সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। প্রতিবেদনে কারবালায় ইমাম হুসাইন (আ.)-এর সিপাহে সালার হজরত আব্বাস (আ.)-এর মাজারের যায়েরদের সমাগম দৃশ্য দেখতে পাচ্ছেন।#